২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

গদ্যাংশ : একাত্তরের দিনগুলি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘গদ্যাংশ : একাত্তরের দিনগুলি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২। ‘গাজুরিয়া মাইর’ শব্দের সঠিক ব্যাখ্যা কারা দিতে পারবে বলে রুমির ধারণা?
ক) কলকাতার বন্ধুরা
খ) ঢাকাইয়া বন্ধুরা
গ) বরিশালের বন্ধুরা
ঘ) রাজশাহীর বন্ধুরা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফটিকের লাঠির আঘাতে মাখনের হাত কিছুটা কেটে যায়। বাড়ি ফিরলে মা দাগের কারণ জানতে চায়। মাখন বলে, ‘রাস্তায় আসার সময় একটা মহিষের তাড়া খেয়ে ঝোপের মধ্যে পড়েছিল।’ এ কথা জানতে পেরে ফটিক প্রসন্নচিত্তে বাড়ি ফেরে।
৩। উদ্দীপকের ফটিকের মধ্যে কার চিত্র স্পষ্ট হয়ে ওঠে?
i) লেখিকার
ii) রুমির
iii) আপামর জনগণের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও ii
ঘ) i, ii ও iii
৪। উক্ত চরিত্র/চরিত্রসমূহে যা ফুটে উঠেছে, তা হলো-
i) সাহসিকতা
ii) আত্মমর্যাদাবোধ
iii) উপস্থিত বুদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫। জাহানারা ইমাম রুমিকে বাঁচানোর জন্য মার্সি পিটিশন করেননি কেন?
ক) দেশের মঙ্গলের জন্য
খ) হানাদারদের ঘৃণা করে
গ) দেশের অমঙ্গলের আশঙ্কা করে
ঘ) আত্মমর্যাদা রক্ষার জন্য
৬। মঞ্জুর যাওয়ার সময় জাহানারা ইমামকে কী দিয়ে গেলেন?
ক) বাংলাদেশের পতাকা
খ) শহীদের রক্তে ভেজা শার্ট
গ) রুমির মৃত্যু সংবাদ
ঘ) স্বাধীন বাংলার মানচিত্র
উত্তর: ২.খ, ৩.ক, ৪.খ, ৫.ঘ, ৬. ক।


আরো সংবাদ



premium cement